• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোরের কাগজের সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২১, ১৯:২৫
Bhorer Kagoj, journalist, Hilali Wadud Chowdhury, died
দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে বুকে হঠাৎ তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে খিলগাঁওয়ের বাসা থেকে মালিবাগের খিদমাহ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক এন রায় রাজা বলেন, “ডাক্তাররা বলেছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই হিলালীর মৃত্যু হয়েছে।”

৪৯ বছর বয়সী হিলালী ওয়াদুদ চৌধুরী ভোরের কাগজের ডেপুটি মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাব এডিটরস কাউন্সিলের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হিলালী। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়েন।

দুপুরে ভোরের কাগজ কার্যালয়ে সহকর্মীরা হিলালীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হয়। নীলফামারীর ডোমারে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
হিলালী ওয়াদুদ চৌধুরী স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মেয়ে আইডিয়াল স্কুলের মুগদা শাখার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু
সুখবর দিলেন মেহজাবীন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
X
Fresh