• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আরও ৫১ অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পেল

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২০, ১৯:২৯
Another 51 online news portals were allowed to register
তথ্য মন্ত্রণালয়

সরকার নিবন্ধনের জন্য আরও ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নির্বাচন করেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে রোববার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয় নিউজ পোর্টালগুলোর তালিকা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত এই অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হলো।

নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজ পোর্টালগুলো হলো- বিডিনিউজ২৪.কম, বাংলানিউজ২৪.কম, বার্তা২৪.কম, সারাবাংলা.নেট, নিউজবাংলা২৪.কম, নিউজনেক্সটবিডি.কম, বিডিজার্নাল.কম, ঢাকা জার্নাল.কম, বাংলা ইনসাইডার.কম, একুশে পত্রিকা.কম, রেডটাইমস.কম.বিডি, এবিনিউজ২৪.কম, ডেইলি বাংলাদেশ.কম, বাংলারখবর২৪.কম, ভাওয়ালনিউজ২৪.কম, নিউজফ্ল্যাশ২৪বিডি.কম, ভিনিউজবিডি.কম, লালসবুজেরকণ্ঠ.কম, ঢাকানিউজ২৪.কম, এনার্জিবাংলা.কম, হাওয়ারবার্তা২৪.কম, মুক্তিনিউজ২৪.কম।

এছাড়াও সুখবর.কম, মাগুরা প্রতিদিন.কম, বিডিসমাচার২৪.কম, আমার হেলথ.কম, এশিয়ানমেইল২৪.কম, আইনিউজ.কম, জয়নিউজবিডি.কম, নিউজ জি২৪.কম, একুশেসংবাদবিডি.কম, ডেইলিক্যাম্পাস.কম, এমপিনিউজ.কম.বিডি, সবুজবাংলাদেশ.কম, ডেইলিলোকালয়.কম, ই-বার্তা২৪৭.কম, ডিজিটালখবর.কম, সিএনআইবিডি.নেট, নিউজ টু নারায়ণগঞ্জ.কম, নিউজ২৪বিবিডি.নেট, পিপিবিডি.নিউজ, বাংলাদেশবুলেটিন.কম, পাঙ্কুরিনিউজ.কম, সময়ের কণ্ঠস্বর.কম, শুভপ্রতিদিন.কম, চট্টগ্রামপ্রতিদিন.কম, আনন্দপত্র.ইনফো, বাংলাদেশগ্লোবাল.কম, বাংলা৫২নিউজ.কম ও নিউজগার্ডেনবিডি.কম, নিউটার্ন২৪.কম।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল এবং ৪ সেপ্টেম্বর ৯২টি দৈনিক পত্রিকাকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান
চলতি মাসেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল
এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ
এনটিআরসিএ চেয়ারম্যানের পা ধরে কাঁদলেন নিবন্ধনধারীরা
X
Fresh