• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঈদুল আজহায়ও দর্শকপ্রিয়তায় শীর্ষে আরটিভি 

বিনোদন ডেস্ক

  ১২ আগস্ট ২০২০, ১৫:৫১
rtv,
আরটিভি 

ঈদুল ফিতরের মতো বিনোদন আয়োজনে দর্শক মাতিয়ে আবারও প্রথম হয়েছে আরটিভি। করোনা পরিস্থিতিতে মানুষ ঘরে থেকে সুস্থ বিনোদেন উপভোগের ক্ষেত্রে আরটিভিকে দিয়েছেন সর্বোচ্চ প্রাধান্য। এবারও আরটিভি ঈদ আয়োজনে কোনো নাটক বা অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়নি। ৩৫টি একক নাটক, ৭ পর্বের ২টি ধারাবাহিক নাটক, ৩টি গানের অনুষ্ঠান, একটি নৃত্যানুষ্ঠান এবং ১৪টি বাংলা চলচ্চিত্র দিয়ে সাজানো হয়েছিল পুরো আয়োজন।

ব্যঞ্জনবর্ণ, আপনার ছেলে কী করে?, ভেজ নন ভেজ, বনলতা ও জোনাকির গল্প, - এ নাটকগুলো দর্শকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।

হৈ হৈ রৈ রৈ - ৭ পর্বের এ ধারাবাহিকটিও ঈদে দর্শকদের মাঝে তৈরি করেছে নতুন রসবোধ।

আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আমরা সবসময় দর্শকদের পছন্দের প্রতি যত্মশীল। বিনোদনের পাশাপাশি মানুষকে সচেতনতার দিকগুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় রাখি। আমি মনে করি, দর্শক জরিপে শীর্ষে আসায় আমাদের দর্শকদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। সামনের দিনগুলোতেও দর্শকরা আমাদের পাশে থাকবে, এমটাই আশা করি।

দর্শকদের সাথে কথা বলে জানা যায়- গত ঈদের মতো এবারও করোনার কারণে বাসায় থেকে টিভি একটু বেশি দেখা হয়েছে। অনেক চ্যানেল পুরনো নাটক এবং অনুষ্ঠান প্রচার করলেও আরটিভি তা করেনি তাই আরটিভির আয়োজন উপভোগ করেছি বেশ আনন্দের সাথে।

এম

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh