• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুলিশের কাছ থেকে ঘুষ নিয়ে অভিযোগ তুললো এ শিশু!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৬, ১৯:০৫

চোর-ডাকাত আর গুণ্ডাদের শায়েস্তা করতেই দিন পার পুলিশের। সাধারণ জনগণকে নিয়ে ভাবার সময় কোথায়? কিন্তু এটা মানতে নারাজ ভারতের হায়দরাবাদের ছোট্ট শিশুটি। সে মনে করে সব সমস্যা দূর করবে পুলিশই। তারাই তো জনগণের বন্ধু।

তাই নিজের সমস্যা নিয়ে থানায় গিয়ে উপস্থিত ওই নাবালক। তার অভিযোগ দাদির বিরুদ্ধে। পুলিশকে জানায়, বন্ধুদের সঙ্গে আরো কিছুটা সময় খেলতে চেয়েছিল সে। কিন্তু বাধ সাধলেন তার দাদি। এমন আচরণে ক্ষিপ্ত সে।

শিশুটির নালিশ পেয়েই মাঠে নেমে পড়েন পুলিশ কর্মকর্তারা। অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে পাঠানো হয় শিশুটির বাবা-মাকে। এরপর তাদের কাউন্সিলিং দেয়া হয়।

পুলিশের এমন ভূমিকায় কিছুটা খুশি হয় অভিযোগকারী শিশু। কিছু চকলেট ঘুষ নিয়ে একগাল হাসি হেসে অভিযোগ তুলে নেয় সে। বাড়ি ফিরে মায়ের কোলে চড়ে।

এ প্রসঙ্গে এসআর নগর থানার পুলিশ কর্মকর্তা ওয়াহিউদ্দিন জানিয়েছেন, পুলিশ মনে করছে এটা টিভি সিরিয়ালেরই কুফল। টিভিতে কোনো ঘটনা দেখেই শিশুটি পুলিশের কাছে এভাবে নালিশ দেয়ার বিষয়টি জেনেছিল। শিশুর বাবা একজন কেবল অপারেটর।

এস

মন্তব্য করুন

daraz
  • কিডস এর পাঠক প্রিয়
X
Fresh