logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

আরটিভি নিউজ

  ১৭ ডিসেম্বর ২০২০, ১৮:২৬
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০১:১৩

‘শিশুদের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে হবে’

sohel shariar rana, sanjan hossain, rtv online
পুরান ঢাকায় বিজয় দিবস উদযাপন

পুরান ঢাকার ইসলামপুরের আওলাদ হোসেন লেন ও আশেক লেনের শিশুদের নিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে ওয়াসা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল নানা আয়োজন।

সকাল থেকে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পর সন্ধ্যায় বসেছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা।

তিনি বলেন, ‘আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শিশুরা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শিশুদের অনেক পছন্দ করতেন। শিশুদের মধ্যে অনেক কিছু খুঁজে পেতেন। ভালোবাসতেন। তাইতো বেশিরভাগ সময় সাত বছরের ছোট্ট রাসেলকে সঙ্গেই রাখতেন।’

শিশুদের সঠিক ইতিহাস জানাতে হবে উল্লেখ করে সোহেল শাহরিয়ার রানা আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের থেকে জেনেছি। বই পড়ে জেনেছি। আমাদের আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে হবে।’

৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল ইসলাম সান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মো. আকবর বাবলা।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের বাবুল, আহমদ বাওয়ানী অ্যাকাডেমি স্কুলের শিক্ষিকা বিনা আফরোজ।

উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সানজান হোসেন, রাহী আহমেদ সোহেল, মীর নওশাদ আলী তুর্জয়সহ ওয়াসা স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দ।

ওয়াই

RTV Drama
RTVPLUS