• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

খুলনায় ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৬:১৩
Death penalty, in van driver murder, rtv news
আদালত

খুলনার রূপসার ভ্যানচালক ইমরান সরদার হত্যা মামলায় আসামি আমীর আলী মীর ওরফে কাওসারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী আজ সোমবার দুপুর সোয়া ১২ টার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আইনজীবীরা জানান, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইমরান সরদার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে ভ্যান নিয়ে বাইরে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরে যাননি। পরদিন ২৫ ফেব্রুয়ারি সকালে নন্দনপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. ইউসুফ সরদার বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি রুপসা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহিনুর রহমান ২০১৯ সালের ২ জুলাই একজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৩২ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • কিডস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
ঈদ ঘিরে সক্রিয় অপরাধী চক্র, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি
X
Fresh