• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সংগীতশিল্পী দ্বীপকে বাঁচাতে দরকার ৫০ লাখ টাকা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৯, ১৩:২২
শিল্পী ভিনসেন্ট দ্বীপ বাড়ৈ
শিল্পী ভিনসেন্ট দ্বীপ বাড়ৈ

রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা মিশন এলাকার টগবগে প্রাণচাঞ্চল্য এক সঙ্গীত ও আবৃত্তিশিল্পী ভিনসেন্ট দ্বীপ বাড়ৈ (২৭) দীর্ঘদিন ধরে 'উইলসন ডিজিজ' দূরারোগ্য রোগে ভুগছেন।

তাঁর লিভারের এক তৃতীয়াংশ অকেজো।

চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের জন্য তাঁর ৫০ লাখ টাকা খরচ হবে। কিন্তু অপারেশনের এই বিশাল পরিমাণ অর্থ জোগান কোনোভাবেই সম্ভব নয় তার অসহায় মা-বাবার।

তার বাবা বিশিষ্ট নাট্যকার পরিচালক অভিনেতা জন অশোক বাড়ৈ জানান, পরিবার এরই মধ্যে সকল সম্পদ বিক্রি করে দিয়ে চিকিৎসার খরচ চালিয়েছেন, বর্তমানে আর চিকিৎসা চালানোর মতো অবস্হা নেই তার পরিবারের।

দ্বীপের বন্ধু এস এম ইকরাম হোসেন সোহেল ও শাহাদাত হোসেন বলেন, সকলের ছোট ছোট সহযোগিতা ফিরিয়ে দিতে পারে একটি প্রতিভাবান প্রাণকে।

দ্বীপ বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পুরুষ বিভাগ, ব্লক- ডি, ৫ম তলা, ৫নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

সহযোগিতা পাঠানোর ঠিকানা-

একাউন্ট নাম:

সুমিতা বাড়ৈ
(দ্বীপের মা)
একাউন্ট নংঃ-৩৪০২২৫৩২, সোনালী ব্যাংক।
সুমিতা বাড়ৈ -০১৭৯৩২৮৫৯২২

মন্তব্য করুন

daraz
  • আসুন পাশে দাঁড়াই এর পাঠক প্রিয়
X
Fresh