• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিশু মাসুমার চিকিৎসায় সাহায্যের আবেদন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জুলাই ২০১৯, ২০:৩৫

দুই মাসের শিশু মাসুমা। জন্মের পর থেকেই অসুস্থ। অবুঝ শিশু না পারে কথা বলতে না পারে নিজের সমস্যা জানাতে। শুধু কান্না আর কান্না। কান্নাই তার একমাত্র ভাষা।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সোহেলা আখতার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মাসুমা জটিল রোগে আক্রান্ত। তার হৃৎপিণ্ডে ছিদ্র ও লাঙগসে নিউমোনিয়া। তাকে আইসিইউতে রেখে উন্নত চিকিৎসা জরুরি। এতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার হাউরখাড়া গ্রামের দরিদ্র মাসুদের মেয়ে মাসুমা আক্তার। এতদিন ধার-দেনা করে মেয়ের চিকিৎসা চলছিল। এখন আর সম্ভব হচ্ছে না। এদিকে অর্থ সংকটে চিকিৎসা চালাতে না পারায় মাসুমা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

তাই বাধ্য হয়ে মাসুমার নানা আবদুল মান্নান নাতনীর চিকিৎসায় সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা

আবদুল মান্নান
হিসাব নং ৪১২৩০৩১০৪৮৭৬
কৃষি ব্যাংক, শনিরআখড়া শাখা, ঢাকা।
মোবাইল ০১৭৩৩২৩৪৯৮১।

এসজে/এসজে

মন্তব্য করুন

daraz
  • আসুন পাশে দাঁড়াই এর পাঠক প্রিয়
X
Fresh