• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় ভাষা সংগ্রামী ডা. সাঈদ হায়দারের মৃত্যু

আরটিভি নিউজ

  ১৫ জুলাই ২০২০, ২০:৫১
dr syed haidar
ভাষা সৈনিক ডা. সাঈদ হায়দার

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ চিকিৎসক ও ভাষা সৈনিক ডা. সাঈদ হায়দার। বুধবার বিকেল চারটার দিকে তিনি মারা যান। একুশে পদক বিজয়ী এই ভাষা সংগ্রামী রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. সাঈদ হায়দারের বড় ছেলে বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আশরাফ হায়দার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইদ হায়দার ১৯২৫ সালের ৫ পৌষ পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেও দেশ ভাগের পর ঢাকা মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন। তিনি সহশিক্ষার্থীদের মধ্যে সবার বয়োজ্যেষ্ঠ ছিলেন।

ভাষা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিক্যাল কলেজে ছাত্ররা শহীদ মিনার গড়ে তোলেন আর এর নকশা করেন বদরুল আলম, বদরুল আলমকে সহযোগিতা করেছিলেন সাঈদ হায়দার, যা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনী ধবংস করে দেয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh