• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুবিধাবঞ্চিতদের জন্য ইরতিজা ফাউন্ডেশনের উপহার

আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২০, ১৪:২৩
Irtiza Foundation, rtv news, rtv online ইরতিজা ফাউন্ডেশন
ছবি-ইরতিজা ফাউন্ডেশন

করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়া পর দেয়া হয় লকডাউন। এতে বিপাকে পড়তে হয় অনেক মানুষের। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ও সুবিধাবঞ্চিতদের উপহার দিয়েছে ‘ইরতিজা ফাউন্ডেশন’।

এক বছর আগে ৫ জুলাই মো. ইরতিজা শাহাদ প্রত্যয় বিদায় নেয় পৃথিবী থেকে। সাত বছর বয়সী এই শিশুর স্মৃতি রক্ষার্থে সামাজিক স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ‘ইরতিজা ফাউন্ডেশন’র যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম গ্রহণ করা হয়।

বিশ্বব্যাপী করোনা মহামারীর এই দুঃসময়ে ‘ইরতিজা ফাউন্ডেশন’ সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি পুরান ঢাকার লালবাগের কয়েকটি এলাকায় দুই শতাধিক পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।

এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. শাহেদ রফি পাভেল। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন হাজী মাহাবুব ইসলাম খান।

উপস্থিত ছিলেন মইনুল ইসলাম খান সৈকত, খালেদ আমিন রুমি, জাকি আজাদ খান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh