• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪১৭

আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২০, ১৪:৪০
The number of corona victims in the country is 1 lakh 72 thousand 417
ছবি-সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫২ জনে। গেল একদিনে আরও ৩ হাজার ৫৩১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।

রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯০৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৬২৫ জনে।

তিনি জানান, ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ৯৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৪৬ হাজার ৬২টি।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৮হাজার অতিক্রম করেছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৬৩৯ জনের। এই পর্যন্ত সুস্থ হয়েছে ৬৪ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন
X
Fresh