• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ সাড়ে ৪৫ হাজার ৪৮৩ জন

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ১৪:৪০
coronavirus-test-in-dhaka-bangladesh
ছবি-সংগৃহীত

বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যু হলো ১ হাজার ৮৪৭ জনের। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৮২ জন। সব মিলেয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন তুলে ধরেন।

তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬৪০ জনে।

৬৬টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬টি নমুনা। দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি।

এদিন দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক কোটি ৪ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫ লাখ সাড়ে ৮ হাজার। সুস্থ হয়েছে ৫৬ লাখ সাড়ে ৮১ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডেমিটারের তথ্য অনুযায়ী, ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
X
Fresh