• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনায় আক্রান্ত ১ লাখ সাড়ে ২২ হাজারের বেশি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০২০, ১৪:৩৬
coronavirus live
ছবি-সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৬২ জন। এই পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১ লাখ ১ লাখ সাড়ে ২২ হাজার ৬৬০ জন।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। সব মিলিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের।

মোট ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি বলেন, করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪৩৩টি। দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩১ জন জন। সবমিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬৬৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম।

বিশ্বের নানা প্রান্তে ৯৩ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ১৪০ জনের।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭, আক্রান্ত ৩৪৬২

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
X
Fresh