• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্তে কানাডাকে টপকালো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০২০, ১৪:৩৪
Bangladesh has risen to 16th place in the list of victims surpassing Canada
রাজধানী ঢাকায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলাচল করছে মানুষ || ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জন। এতে আক্রান্তের তালিকায় কানাডাকে ছাড়িয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এ নিয়ে মোট ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হলেন।

এদিকে ওয়ার্ল্ডো মিটার জানাচ্ছে, কানাডাকে টপকিয়ে আক্রান্তের তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। উত্তর আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ২৫৪ জনের।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : দেশে করোনা আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে
---------------------------------------------------------------------

বাংলাদেশের উপরে অবস্থান করছে সৌদি আরব। ১৬তম স্থানে থাকা মধ্যপ্রাচ্যের দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ হাজার ১৯১ জনের।

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজারের বেশি মানুষের। ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ১৮ হাজার ৬১০ জন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh