• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০২০, ১৪:৩৮
The number of coronavirus cases in the country has reached close to one lakh
ছবি-সংগৃহীত

দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। মোট আক্রান্তের সংখ্যাম৯৮ হাজার ৪৮৯ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। সব মিলিয়ে মারা গেলেন ১ হাজার ৩০৫ জন।

বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫২৭জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬১টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি।

তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯২৫ জন কোভিড-নাইনটিন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

২১৩টি দেশ ও রাষ্ট্রের মধ্যে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার জনের বেশি। আক্রান্তের তালিকায় ১৮তম স্থানে রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
X
Fresh