• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০২০, ১৪:৫২
Bangladesh 53 people have died of coronavirus in the last 24 hours
ছবি-সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৫৩ জনের মুত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৬২ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় দেশে মোট ৬১ ল্যাবে ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি।

এদিকে ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে আক্রান্তের তালিকায় ১৮তম স্থানে রয়েছে বাংলাদেশ।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, বিশ্বের নানা প্রান্তে ৮১ লাখ ৩৪ হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫১৯ জনের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh