• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুন ২০২০, ১৪:৪২
 coronavirus in bangladesh
ছবি-সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে।

সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জনে।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এদিন ৫৮টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ২০৯ জনের।

এদিকে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের। আক্রান্তের তালিকায় ১৮তম স্থানে রয়েছে বাংলাদেশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh