• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আক্রান্তের তালিকায় কাতারকে টপকালো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০২০, ১৪:৪১
 coronavirus, bangladesh live
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৭১ জন। মোট আক্রান্ত ৭১ হাজার ৬৭৫ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৬ জন সুস্থ হলেন।

এদিন দুপর পৌনে তিনটা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আক্রান্তের তালিকায় ১৯তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে ২০তম স্থানে নেমে এসেছে কাতার। মধ্যপ্রাচ্যের দেশটিকে মোট আক্রান্ত ৭০ হাজার ১৫৮ জন। মৃত্যু হয়েছে মাত্র ৫৭ জনের। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার নয়শ’র বেশি মানুষ।

বিশ্বের নানা প্রান্তে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭২ লাখ ১৪ হাজার ৪৭১ জনের। মারা গেছে ৪ লাখ ৯ হাজার ৩৩ জন।

তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুল্লুকে ২০ লাখ ২৬ হাজার ৬৯৭ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬১ জনের।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৭ লাখ ১০ হাজার ৮৮৭ জন। দক্ষিণ আমেরিকারর দেশটিতে মারা গেছে ৩৭ হাজার ৩১২ জন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh