• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে করোনায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০২০, ১৪:৩৭
The procession of corpses is long in Corona in Bangladesh
ছবি-সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭৮১ জনে বেড়ে দাঁড়ালো।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, শেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৫৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১২ হাজার ১৬১ জন সুস্থ হলেন।

মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, গেল ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি।

এদিন দুপুর পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের নানা প্রান্তে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ২৫৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৮৬ হাজার ১৪৯ জন।

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে আক্রান্তের তালিকায় বাংলাদেশ রয়েছে ২১তম স্থানে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh