• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মে ২০২০, ০৯:৫৭
Coronavirus, infected, dead, world situation
ফাইল ছবি।

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। মাত্র ছয় মাসের মধ্যেই বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। চীন থেকে তৈরি হওয়া এই ভাইরাসটি এক্ষণ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ভ্রমণ করছে।

শনিবার সকালে করোনা সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য দেখা যায়, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৩১ হাজার ৩০ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৮১২ জন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৬ লাখ ৫৯ হাজার ২৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৩০ লাখ ৪ হাজার ৯৪১ জন। এদের মধ্যে ৫৩ হাজার ৭৩৪ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৫৪২ জন।

মাত্র কয়েকদিনেই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২৭ হাজার ৯৪৪ জন।

করোনা সংক্রমণের শীর্ষ পাঁচে থাকা বাকি দেশগুলো হচ্ছে রাশিয়া, স্পেন ও যুক্তরাজ্য। রাশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন, মারা গেছেন ৪ হাজার ৩৭৪ জন। স্পেনে আক্রান্ত ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন, মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১ জনের এবং যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ২২২ জন, মৃত্যু ৩৮ হাজার ১৬১ জনের।

জিএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh