• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে একদিনে করোনা শনাক্তের হার ২১ শতাংশের বেশি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০২০, ১৭:৫৩
করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের হার ২১.৫৬ শতাংশে দাড়িঁয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১ জনের।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে মঙ্গলবার (২৬ মে) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। তিনি জানান, নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এই হার ২১.৫৬ শতাংশ।

অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ১০ বছরের নীচে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন, ৬১ থেকে ৭০ বছরের তিনজন, ৭১ থেকে ৮০ বছরের একজন, এবং ৮১ থেকে ৯০ বছরের একজন রয়েছেন।

জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিদের ১৫ জন ঢাকা বিভাগের বাসিন্দা। চট্টগ্রাম বিভাগের চারজন এবং বরিশাল বিভাগের চারজন। তাদের ২০ জন হাসপাতালে মারা গেছেন এবং বাসায় একজন মারা গেছেন।


এসজে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh