• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্য মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ২১:২৪
আল মামুনুর রশীদ
আল মামুনুর রশীদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্য আল মামুনুর রশীদ মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন। তিনি নায়েক পদে ঢাকা মহানগর পুলিশের পরিবহন পুলে কর্মরত ছিলেন। করোনাভাইরাসের এই সংক্রমণের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আক্রান্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা।

আজ বৃহস্পতিবার (২১ মে) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল মামুনুর রশীদ মারা যান।

তার মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নায়েক আল মামুনুর রশিদের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানার সেবাগ্রামে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ধর্মীয় বিধান অনুযায়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আল মামুনুর রশিদের মরদেহ নিজ গ্রামে দাফন করা হবে।

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে সাবেক আইজিপির ফেসবুকে পোস্ট
অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh