logo
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় মৃত ২১ জনের ১৭ জনই পুরুষ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ মে ২০২০, ১৫:০৭ | আপডেট : ১৮ মে ২০২০, ১৬:৫৪
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ আর ৪ জন নারী।  এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৪৯ জনের মৃত্যু হলো। 

সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬০২ জন। এতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে। সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে কোভিড ১৯ আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হলেন ৪ হাজার ৫৮৫ জন।

২৪ ঘণ্টায় নমুনা টেস্ট করা হয়েছে ৯ হাজার ৭৮৮টি। এ নিয়ে মোট নমুনা টেস্ট করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি।

বয়সভিত্তিক বিশ্লেষণে ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৬ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন মারা গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। ক্রমে ক্রমে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • করোনাভাইরাস এর সর্বশেষ
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়