• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রন্ত হয়ে দেশে মোট ৩২৮ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০২০, ১৫:০৮
coronavirus, bangladesh, dhaka
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ হাজার ২৬৮ জনে দাঁড়ালো। একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। সব মিলিয়ে দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৮ জনে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

ফেসবুকে বুলেটিন উপস্থাপন করার সময় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত মহাপরিচালক) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬। এ নিয়ে মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হলেন।

তিনি বলেন, নতুন মৃত ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ, একজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৯ জন এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জন রয়েছেন। ১৪ জনের মধ্যে শুধু হাসপাতালেই মারা গেছেন ১৩ জন। একজনের মৃত্যু হয়েছে বাসায়।