• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় প্রাণ গেল সিটি ব্যাংকের আরেক কর্মকর্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ১২:৫৮
city bank
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্য সিটি ব্যাংকের কর্মকর্তা আবু সাঈদের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান তিনি। এ নিয়ে ব্যাংকটির দুইজন কর্মকর্তার প্রাণ গেল করোনায়।

ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন আবু সাঈদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে ও বাবাকে রেখে গেছেন।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সাঈদ গত সপ্তাহে অফিস করেছেন। সাধারণ ছুটির সময় লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর তিনটি শাখা পরিদর্শন করে ক্লিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠকও করেছেন।

আবু সাঈদের বন্ধু মুসতাক কামাল তুহিন গণমাধ্যমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাতে আবু সাঈদকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে ২৬ এপ্রিল করোনার থাবায় বলি হয়ে সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মারা যান। তিনি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছিলেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক
করোনায় আরও একজনের মৃত্যু
সিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh