• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হোয়াটসঅ্যাপ ইনফোবট সার্ভিসের মাধ্যমে পাবেন করোনা সেবা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০২০, ২১:৫৪
হোয়াটসঅ্যাপ, ইনফোবট সার্ভিস, করোনা, সেবা
ছবি- সংগৃহীত।

দেশে করোনা সেবা পেতে হোয়াটসঅ্যাপে করোনাভাইরাস সংক্রান্ত একটি ইনফোবট সার্ভিস চালু করা হয়েছে। এখানে স্বয়ংক্রিয়ভাবে সহজেই করোনাভাইরাস (কোভিড-19) বিষয়ে বাংলায় বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এই অফিশিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কোভিড-19 সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ, উপসর্গ, চিকিৎসা, ঝুঁকি, ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্য এখানে পাওয়া যাবে। এখানে সবচেয়ে জিজ্ঞাস্য প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে ও যেকোনো ধরনের গুজব, মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে। নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য করোনাবিডি (CoronaBD) মোবাইল অ্যাপ সংযোজিত আছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে এই সেবা ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান আছে যেখানে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে।