• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসে দেশে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯ জন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০২০, ১২:১০

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে আইইডিসিআরের ব্রিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, এর আগে ৬ জনের মৃত্যু হয়েছিল। নতুন দুজনসহ দেশে মৃত্যুর সংখ্যা মোট ৮ জন হলো।

ডা: ফ্লোরা বলেন, নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে রয়েছে দুই শিশু। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭০। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ জন।

তিনি বলেন, নতুন করে ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা হয়েছে ৪৩৪টি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১১ লাখ ১৮ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৬০ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, মাস্ক ব্যবহারের পরামর্শ
X
Fresh