• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জ্যাক মা ও আলিবাবার দেওয়া ৩ লাখ মাস্ক ঢাকায় (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০২০, ১৬:৫৩
জ্যাক মা ও আলিবাবার দেওয়া ৩ লাখ মাস্ক ঢাকায়
জ্যাক মা ও আলিবাবার দেওয়া ৩ লাখ মাস্ক ঢাকায়

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে চিকিৎসাসেবায় নিয়োজিতদের সুরক্ষায় ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র দেয়া তিন লাখ মাস্ক ঢাকা এসে পৌঁছেছে।

রোববার ঢাকাস্থ চীন দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

চীন দূতাবাস জানায়, জ্যাক মা’র দেয়া তিন লাখ মাস্ক চীন থেকে বিমানে করে রোববার বেলা সোয়া ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর থেকে এসব মাস্ক গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তরকে হস্তান্তর করেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক (পিপিই) অনুদান দেয়ার ঘোষণা দেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশন।

তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে ৩০ হাজার কিট এসেছে। গত শুক্রবার চীনা দূতাবাস স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে এই কিট হস্তান্তর করে। তার আগে বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার থার্মোমিটার ঢাকায় আসে।

পি

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh