• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চিকিৎকদের ফোন নম্বর দিয়ে টেলিসেবা নেয়ার আহ্বান আ’লীগের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০২০, ০৯:৩০
করোনাভাইরাস

করোনাভাইরাসের কারণে দেশের এই ক্রান্তিলগ্নে প্রয়োজনবোধে পরামর্শের জন্য চিকিৎকদের টেলিসেবা নেয়ার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শুক্রবার দিবাগত রাতে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাইনি, মেডিসিন, হৃদরোগ, সার্জারি, নাক, কান ও গলা, শিশু, অর্থপেডিক, চোখসহ আরও অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের নাম ও ফোন নম্বর দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার পরার্মশ দেয়া হয়েছে।

পাশাপাশি কোনও কারণে ফোন কলে যোগাযোগ ব্যর্থ হলে মোবাইল ম্যাসেজে নিজের পরিচয় প্রকাশের মাধ্যমে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

গাইনি ডাক্তারদের তালিকা- অধ্যাপক রওশন আর বেগম (১৭১১-৫২১৮২৪), অধ্যাপক সামিনা চৌধুরী (০১৭১৫-০৫৫১৭৫), অধ্যাপক সালেহা বেগম চৌধুরী (০১৮১৯-২২০৩৮০), অধ্যাপক ইফাত আরা (০১৭১১-৭৫০২৫০), অধ্যাপক রওশন আক্তার (০১৭১১-৭৫০২৫০), অধ্যাপক এস কে জিনাত আরা নাসরিন (০১৮১৭-৫৭৬২৪০), ডা. নিলুফার সুলতানা (০১৭১৩-২০১২১৫), ডা. নাজমা হক (০১৯১১-৩৮১২১৫), ডা. ফাতেমা আশরাফ (০১৭১১-৮৫৫৯৪১), ডা. গুলশান আরা (০১৭১২-৫১২৫১৫), ডা. তাহমিনা বেগম (০১৭১৩-০০৭৭৮২), অধ্যাপক দিপী বড়ুয়া (০১৭১২-২২৪৮৯২), অধ্যাপক রাহিমা বেগম (০১৫৫২-৩৫১৬৩৯ ও ০১৮১৯-২৫১৬১১), ডা. শাহী ফারজানা তাসমিন (০১৭১২-২৯৪০৭২), ডা. শিউলী চৌধুরী (০১৭৫৫-৫২৭৬৯৮), অধ্যাপক আফজালুন্নেসা চৌধুরী (০১৭১১-৭৯৫৭২৮), ডা. কিশয়ার সুলতানা (০১৭১১-৬২৬৪০৩), ডা. নাজনীন আহমেদ (০১৭১২-৮৪৫৪৪৫) ডা. ফাতেমা রহমান পিংকী (০১৭১১-৩৩৬৬৭৩) ডা. শারমিন আব্বাসী (০১৭০৫-৪০৭৩৬১)।

মেডিসিন ডাক্তারদের তালিকা- ডা. মোস্তফা কামাল রওফ (০১৭১৮-৪২৭৮৭৫), ডা. আমজাদ হোসাইন (০১৭৯৬-৫৮৫৩৪৫), ডা. আব্দুর রহমান সায়েম (০১৭১১-৩৫৬৮৩৬), ডা. নাজমুল হাসান (০১৭১২-৫৫৭৬৬০), ডা. আকলাক আহমেদ (০১৭১১-৩৩৪৯০৩), ডা. রফিকুল ইসলাম (০১৭৫৩-১৯৯৭৯৬), ডা. জাকির হোসেন (০১৭১২-৮৫৪৭৬৪), ডা. সামসুল আরেফিন জুয়েল (০১৭১১-১১৯৮৪১), ডা. মাহফুজুল হক (০১৯২২-৮০৩৪৭৪), ডা. সাইফুল্লাহ রাসেল (০১৭৭০-৩৪৭১০৯), ডা. মুরাদ হোসেন (০১৭১১-১১২৯৮৪), ডা. পার্থ প্রতীম (০১৭১৫-৫৬৭২৪১), ডা. গোলাম মওলা (০১৭২৬-৯০৫৮০১), ডা. গোবিন্দ বনীক (০১৭১৬-৫২৭৫৫১), ডা. অসীম চক্রবর্তী (০১৯২২-০০৮৮০০), ডা. মো. আব্দুস সাত্তার সরকার (০১৭১১-০৪২১৯৬), ডা. আমিরুজ্জামান সুমন (০১৯১২-০৩২০৫৭), ডা. সুদীপ রঞ্জন (০১৭১৪-৯৬৩১৯৬), ডা. সেলিম উদ্দিন (০১৭১৬-৩৮৫৫১১), ডা. রাজীব বিশ্বাস (০১৮১৭-৭৭৭৭৯৫), ডা. নুরুজ্জামান (০১৭১৮-০৮৮৯০১), ডা. গোবিন্দ চন্দ্র রায় (০১৭১১-৩৮৩৮০২), ডা. গৌতম কুমার আচার্য (০১৭১১-০২৯৭৯০)।

সার্জারি ডাক্তারদের তালিকা- ডা. অরুণ (০১৭১০-৯৭২৫৭২), ডা. ইশতিয়াক (০১৭১১-১৭৩২৪০) ডা. সাজিদ (০১৭১৬-৫১৬৪৭৩) ডা. হারুন (০১৭১৭-৪২৭০৭৩), ডা. শ্যামল (০১৭৭৪-০০০০০০), ডা. হীরা (০১৭১২-৩৪৩১১১), ডা. তারিকুল (০১৮২৪-৬৩৬২০১), ডা. আবুল কালাম আজাদ (০১৯১৪-৪৯৯২৫৬), ডা. কৃষ্ণ (০১৭১৬-৯৫২৯৯০), ডা. ফেরদৌস ( ০১৭১৬-২৫৬৯২২) ডা. রাসেল (০১৭১২-৬২৬৩৫১), ডা. সাইফ (০১৭১৫-৪৭৬৬৬০), ডা. মিম (০১৭১৩-১৩০৫০১), ডা. আবু তাহের (০১৮১৬-৩৫৭৩৫৫)।

নাক, কান ও গলার ডাক্তারদের তালিকা- অধ্যাপক ইউসুফ ফকির (০১৭১১-৫৪২৯৫৫), ডা. সাহরিয়ার আরাফাত (০১৭৩১-২৫২০৪০), ডা. অনুপ কুমার (০১৭১২-৭১১৮৯৯), ডা. আব্দুল কুদ্দুস সোহাগ (০১৭১১-৩১২১৬১), ডা. সায়েদ আলী আহসান আসিফ (০১৭১৫-২৯৭৩৫০), ডা. মোস্তফা কামাল আরেফিন (০১৬৭১-৭৪৮৮৬৬), ডা. নজরুল (০১৭১৭-৯৯৬৩৯৩), ডা. সত্যনাথ চন্দ্র সরকার (০১৭৩৭-০২২৩৬৪), ডা. উজ্জল চন্দ্র ঘোষ (০১৭১৭-০২২৩৬৪), ডা. আসাদুজ্জামান ফকির (০১৬১৯-৪৮৮৭৭৭), ডা. এস এম খালেদ জাহান (০১৭৭১-৬২২১৬৬), ডা. সাজ্জাদ সামাদ (০১৭৫১-৫৯২১০১), ডা. মুস্তাফিজ মুন্না (০১৭১৬-২৪৮৫৩৬), ডা. মো. সফিকুল আলম (০১৭১২-৭২১০৬৫), ডা. এ কে এম মুকিত হাসান (০১৬৭০-৭২১৩২৩), ডা. আশীষ অধিকারী (০১৬৭৪-১৮১২৮৪), ডা. হোসনে কমর ওসমানী (০১৮১৯-২২৭০০৯), ডা. আসাদ (০১৭৪৮-৯৭৫২২৬), ডা. রিফাত (০১৬৭৩-৯১৮৫০১)।


হৃদরোগ ডাক্তারদের তালিকা- প্রফেসর হারিসুল হক (০১৮১৯-২৩৮৮৬৮), প্রফেসর মোস্তফা জামান (০১৭১৬-৩০০৪৪৪), ডা. রসুল আমিন (০১৭৫২-৫৭৬৪১৪), ডা. আরিফুল ইসলাম জোয়ারদার (০১৭১৩-০১৫৫৯১), ডা. ফয়সাল ইবনে কবির (০১৭৩২-১৮৯৯৬৬), ডা. রায়হান (০১৭১১-১০২৫৭৫), ডা. ফখরুল ইসলাম খালেদ (০১৮১৭-৫১৭৫০৫), ডা. শেখ ফয়েজ আহমেদ (০১৭১১-১৬০২৩৬), ডা. কামাল হোসেন (০১৭১২-০৪২০৫৯), ডা. বশির আহমেদ জয় (০১৭৪১-১৯৬৭৩০)।

চোখের ডাক্তারদের তালিকা- ডা. কৌশিক চৌধুরী (০১৯৫৯-৮৫২৯৭৬), ডা. মনির হোসেন (০১৭১১-৩২০৫৭৪), ডা. ইসরাত জাহান (০১৮৪১-১২১৩৭৫৯), ডা. ইনামুল হক সমু (০১৭৩৮-৮২৫১৭০), অধ্যাপক সাইফুল্লাহ (০১৭১১-৮৯১৯৫৯), অধ্যাপক. দীপক কুমার নাগ (০১৭১১-৩৩২২৩১), ডা. উৎপল কুমার কুন্ডু (০১৭১৭-২২৫৬৮৭), অধ্যাপক আব্দুল কাদের (০১৮১৯-২২১৭১৬), অধ্যাপক ইফতেখার মনির (০১৮১৭-৫৮২৩০১), ডা. বিশ্বনাথ (০১৭১৫-১৮০৬১৬), ডা. হাফিজুর রহমান (০১৭১১-০৭০৪৩৭), অধ্যাপক মুস্তাফিজুর রহমান রঞ্জু (০১৭১৪-০৪৫২৭৪), অধ্যাপক আনিসুর রহমান আনজুম (০১৭১১-৮৩২৩৯৭), দিলীপ কুমার (০১৭১২-০৪২৭৭৯), অধ্যাপক সরাফ উদ্দিন আহামেদ (০১৭১১-৫৪২৪৬২), অধ্যাপক জাফর খালিদ (০১৭১১-৬২৮৯৬৮), অধ্যাপক শফিকুল ইসলাম (০১৭১১-৮৪৩৭৪০, ডা. শওকত কবীর (০১৯১১-৩৪০১২৯), ডা. শিষ রহমান (০১৯১৩-২৫৫৬৩০), নিরুপম চৌধুরী (০১৫৫২-৩৬১০৮০), ডা. পুরবী রাণী দেবনাথ (০১৭১১-১৭৫৩০৩), অধ্যাপক আশরাফ সায়েদ (০১৮১৯-২৫৩১৭৩), ডা. সামসুদ্দিন টিপু (০১৭১২-১০৪৫৫৬), ডা. নারায়ণ চন্দ্র (০১৭১২-২০৬৯৮২), ডা. তরিকুল আলম (০১৭৫২-৭৭৭৯৯৯), অধ্যাপক চন্দ্র শেখর মজুমদার (০১৮২৪-৭৯৭৪১৮), ডা. আব্দুস সালাম (০১৭১১-৯০৯৯৭৭)।

শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা- ডা. কামরুজ্জামান কামরুল (০১৭১১-১২৩৩৭৭), ডা. রাসেল (০১৭১১-১৬৪৪৯৬), ডা. নিশাত (০১৭১১-৯৭৭০৯৫), ডা. আব্দুল জব্বার (০১৭২০-৩৪৬৬৬৫), ডা. রেজওয়ান সরোয়ার (০১৯২২-১৫৫৭৫৩), ডা. নাজমুর হাচান চৌধুরী (০১৭২১-০৬১১৫৫), ডা. নাদিরা সুলতানা (০১৬১১-৬৫৭৫৪৯), ডা. চয়ন বিশ্বাস (০১৬৮৩-৫১১৮৯১), ডা. নাহার (০১৮২৭-৬৫০০৯৯), ডা. আমজাদ প্রকাশ (০১৭১৮-২৯২৯১৯), ডা. তানভীর (০১৭১২-১০৬৯০৭), ডা.কাজী মাহবুব (০১৭১১-৯৯১৫০৯), ডা. পার্থ প্রতীম পাল (০১৭১৬-৫২৫৮৫০), ডা. আহমেদ হোসেন উজ্জ্বল (০১৬৭২-৩৪২০৩৯), ডা. মোস্তফিজুর রহমান বাবলু (০১৭১৬-৮৭৭৩৭৫), ডা. গাজী আব্দুল বারী (০১৭১২-৬৩৭৬৪৪), ডা. কাজী আনিসুর রহমান (০১৬৭১-০১৭১১৮), ডা. শাকিল (০১৬৩১-৫১৮৬৩১), ডা. হাসান (০১৬৭৬-৬৯৯০৭৬), ডা. ফারিয়া আহমেদ (আশা) (০১৭৭৭-১২০২৮৪), ডা. নাবিলা আকন্দ (০১৬৭০-০০২৮০১), ডা. জোহরা রানী (০১৭৩৮-১০১৪৫৪), ডা. সাকিব রানা (০১৭১৫-০০৯২০০), ডা. নাজিয়া রহমান (০১৮১৬-৩১৭১৬৭), ডা. তিতলী (০১৯২৬-১৩০৫৩৮), ডা. খন্দকার আশিকুজ্জামান (০১৭১২-৮৬৮৪৮৪), ডা. কান্তা (০১৬৭০-৬৬০১৮১), ডা. আবু বক্কর সিদ্দিক (০১৭১১-২৩২০১০), ডা. তানজিলা সুলতানা (০১৫৫২-৪৯৮৫৪৮), ডা. কিশোয়ার ফারহানা কেয়া (০১৭১১-১০৮৬৫৪)।

অর্থোপেডিক্স ডাক্তারদের তালিকা- অধ্যাপক মো. আব্দুল গণি মোল্লা (০১৭১১-৬৬০৬৭৩), অধ্যাপক ডা. মোনায়েম হোসেন (০১৭১১-১৩২০২৭), ডা. মো. ওয়াহিদুর রহমান (০১৭১২-০৬৯৬৫৪), অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম (০১৭১১-৮০২৩৬৯), অধ্যাপক ডা. এ কে এম জহির উদ্দিন (০১৫৫২-৩০৫২৬২), ডা. মানার হাফিজ (০১৬৮০-৬২০৪৩২), ডা. আব্দুস সবুর (১৭১০-৮৪৬৯০০), অধ্যাপক ডা. আব্দুস সালাম (০১৭১৮-৩২৫২৫৭), অধ্যাপক ডা. শ্যামল দেবনাথ (০১৮১৯-২৪২৩৬৩), অধ্যাপক ডা. কাজী শামিমুজ্জামান (০১৭১১-১৪৮৫৬৩), ডা. গোলাম সারোয়ার (০১৭১৩-১৪৫৫৫৯), ডা. মো. ফায়জুল করিম (০১৯৭২-৫১২১৫৪), ডা. মো. রেজাউল করিম (০১৭১৫-৫৫০৩৪০), ডা. প্রবাস (০১৭১৮-১১২৫৩৯), ডা. মো. ফরিদ উদ্দিন (০১৬৭৮-১১২৪৩০), ডা. মো. মাফতুন আহমেদ (০১৭১১-০২৯৮৭৯), ডা. রাজিব (০১৮৩২-৩৯০০৭৯)।

ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা- ডা. আশিষ কুমার বণীক (০১৭৩১-৩৭৫২৭৮), ডা. সামসুদ্দোহা মজুমদার নিজাম (০১৯১১-৩৮১৮৭৫), ডা. মহিদুল ইসলাম (০১৭৪৫-৮২০০০৬), ডা. সঞ্জয় সাহা (০১৭৭১-৯৪২২৬১), ডা. কামাল সান্ত (০১৭৩০-৪৪৮৬০৬), ডা. বদরুদ্দোজা নাসের (০১৭০৩-০৪৯০১২), ডা. তোজাম্মেল হোসেন লিমন (০১৭১৭-৬৩৯৮৭৯), ডা. মো. আব্দুল আহাদ (০১৭৯৫-১১৭১৭৬), ডা. মো. নাজমুল (০১৬৭৪-১৬২৫০২), ডা. এ এস এম শরিফুল হোসেন সজিব (০১৯১৬-৬৫২২৫৬), ডা. রাকিব হোসেন মুন্না (০১৬৮২-৩১৬১৭৯), ডা. দেবাশীষ বিশ্বাস (০১৭২২-৫২১৬৫৯), ডা. আতিকুল রহমান (০১৭৪৮-৭৪৯০৯৮), ডা. সালমান সামাদ (০১৬১১-৫২২৭৭৭), ডা. কাজী রুমী (০১৮১২-১২৬৩৩৪), ডা. মাকাম (০১৬৭৬-৪১২৪১৬), ডা. আলভি রহমান (০১৭১৭-৯৬৫৪০৯), ডা. ফিরোজ আলী মুফতী (০১৭১৬-১৭২৯১৩), ডা. মাহফুজুর রহমান উজ্জল (০১৮১৮-৭১৫৮৮৫), ডা. খন্দকার শিবলি শাকিল (০১৭০০-৬৭৭২৮৭), ডা. মহিউদ্দিন গালিব (০১৭২৩-০৭৮৯৩৬), ডা. শামছুল আরেফিন জুয়েল (০১৭১১-১১৯৮৪১)।

এছাড়া উপরোল্লিখিত ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্যদের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

তারা হলে-ডা. রোকেয়া সুলতানা (০১৭১১-৫২৭৭৮৫), ডা. মোতাহার হোসেন চৌধুরী (০১৮১৯-৪৬৯৬৮৯), ডা. সানজিদা আহমেদ (০১৭২৩-৩১৯৩৮৬), ডা. রেহেনা আখতার (০১৭১১-৩৪৬৭৬৪), ডা. মো. হেলাল উদ্দিন (০১৮১৯-২৭৫২১২), ডা. তারিকুল ইসলাম প্রিন্স (০১৯১১-৬৯২৭১৭), ডা. সাঈদা শওকত জেনি (০১৫৫০-০০২২৭৬), ডা. জহিরুল ইসলাম লিটন (০১৭১১-৬৩৭৯৫০), ডা. শাহরিয়ার হোসেন সান্ত (০১৭২৩-৯৪১৪২৮), ডা. অসীম কুমার সেনগুপ্ত (০১৭৩১-৬৩৬৭১৩), ডা. আহমাদুল খান সুমন (০১৭১১-৭৮২০৬৩), ডা. আবু তাহের (০১৮১৬-৩৫৭৩৫৫), ডা. কাজল কুমার কর্মকার (০১৭১১-৬৮৩৩৩২), ডা. মশিউর রহমান খসরু (০১৭১৬-০৪৫৬৪৬), ডা. অমল কুমার ঘোষ (০১৭১১-২৮০৯৮০) ও ডা. শাওন (০১৭৮২-২৩৪৩২৩)।

এসজে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh