• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সুরক্ষা পোশাক ছাড়াই করোনা উপসর্গের রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০২০, ১১:২৮
 করোনাভাইরাস

রোনাভাইরাসের উপসর্গ আছে- এমন রোগীকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) ছাড়াই প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশনা স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ছোঁয়াচে রোগ কভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান স্বাক্ষরিত গতকাল বুধবার দেয়া এক নির্দেশিকায় বলা হয়, ‌“যদি কোনো রোগীর কোভিড-১৯–এর লক্ষণ থাকে, তবে প্রথম চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই পরিধানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করিবেন।”

ওই আদেশে আরও বলা হয় ‘সরকারী ও বেসরকারি সকল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা সেবা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবেন না।”

ওই নির্দেশনা দেয়ার পর চিকিৎসকদের মাঝে ব্যপক সমালোচনার মুখে মন্ত্রণালয় গতকাল রাত তা স্থগিত করে। আজ সংশোধিত নতুন নির্দেশনা দেয়া হবে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
X
Fresh