• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি বন্ধ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০২০, ১৭:০৩
ঢাকা রিপোর্টারস ইউনিটি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সদস্যদের সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে ডিআরইউর ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানের সব সেবা কার্যক্রম।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে রফিকুল ইসলাম আজাদ আরটিভি অনলাইনকে বলেন, আমরা সেবা কার্যক্রম বন্ধ করলেও চলমান অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। সে সঙ্গে স্বল্প পরিসরে ডিআরইউয়ের অফিস (দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা থাকবে।

তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ সময়ের মধ্যে ডিআরইউয়ের সব সদস্য, কর্মচারী ও কর্মকর্তাকে ডিআরইউ চত্বরে আসা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, মাস্ক ব্যবহারের পরামর্শ
X
Fresh