• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গণস্বাস্থ্যের ড. বিজন কুমারকে গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০২০, ১১:৫০
করোনা ভাইরাস

করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে শনাক্তে দ্রুত ও কম খরচের টেস্ট পদ্ধতির উদ্ভাবক বিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে গণভবনে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২২ মার্চ) রাতে ড. বিজন কুমার শীল নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়নি।

গণভবন থেকে তাকে জানানো হয়েছে, খুব শিগগিরই সাক্ষাতের সময় সূচি জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের কাছে লিখিত কোনো আমন্ত্রণ আসেনি। করোনা পরীক্ষার কিট আবিষ্কারে সম্মিলিতভাবে একটি টিম কাজ করেছে। এটা কারও ব্যক্তিগত বা একক আবিষ্কার নয়। সাক্ষাতের জন্য কোনো ব্যক্তি নয়, বরং পুরো টিমকে আমন্ত্রণ জানানোটাই যুক্তিযুক্ত।

প্রসঙ্গত, করোনা ভাইরাস শনাক্ত করার জন্য সম্প্রতি ড. বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য সংস্থার একটি টিম দ্রুততম ও কম খরচে টেস্ট কিট আবিষ্কার করে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করে। এই পদ্ধতি বাস্তবায়নের জন্য রিএজেন্ট আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

এসজে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh