• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়ায় মোদিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আরটিভি ডেস্ক

  ২৪ অক্টোবর ২০২১, ২২:৩০
ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়ার মাইলফলক অর্জন করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, মানবজাতির ওপর করোনা মহামারির সব চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এটি ভারত ও এই অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে বড় পদক্ষেপ হবে।

মোদিকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার একটি গণটিকা কর্মসূচি পরিচালনা করছে। ইতোমধ্যে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকা দেওয়া হয়েছে ছয় কোটির বেশি মানুষকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কোভিড-১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উৎস।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
এর আগে ২১ অক্টোবরের মধ্যে ভারতে ১০০ কোটি মানুষকে টিকা দেয় মোদি সরকার।

সূত্র: বাসস

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ
মানুষটির ছায়াও আর মাড়াতে চাই না : পরীমণি
লাখো মানুষে মুখর জাতীয় স্মৃতিসৌধ
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
X
Fresh