• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ৩ বিভাগে মৃত্যু শূন্য

আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২১, ১৮:৩৫
ফাইল ছবি

করোনা মহামারিতে কিছুদিন আগে প্রতিদিন মৃত্যুর সংখ্যা শতক পেরিয়ে ছিল। এখন দিনে মৃত্যুর সংখ্যা অর্ধশতকের নিচে নেমেছে। গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনে। তবে তিন বিভাগে মৃত্যুর সংখ্যা শূন্য।

মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৭১৩ জন।

গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগ- ঢাকায় ছয়জন, চট্টগ্রামে চারজন, খুলনায় দুইজন, বরিশালে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়। তবে এ সময়ে অবশিষ্ট তিন বিভাগ- রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ২৭ হাজার ৭১৩ জনে দাঁড়িয়েছে।

করোনায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১২ হাজার ৮১ জনের মৃত্যু হয়। এরপর চট্টগ্রাম বিভাগের ৫ হাজার ৬২৪ জন, রাজশাহীতে ২ হাজার ৩২ জন, খুলনায় ৩ হাজার ৫৭৬ জন, বরিশালে ৯৪২ জন, সিলেটে ১ হাজার ২৫৮ জন, রংপুরে ১ হাজার ৩৬১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৩৯ জনের মৃত্যু হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বিভাগে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
X
Fresh