• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বুলগেরিয়ার টিকা বাংলাদেশে

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২
বুলগেরিয়ার টিকা বাংলাদেশে

করোনাভাইরাস প্রতিরোধী বুলগেরিয়ার উপহারের ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশ বুলগেরিয়া বন্ধুত্বের নিদর্শন রাখতে ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে পাঠিয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকায় পৌঁছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে, বুলগেরিয়া সরকার বাংলাদেশের জন্য ২ লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। বন্ধুত্বের নিদর্শনস্বরুপ পাঠানো টিকাগুলো টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসেছে। টিকার চালানটি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধিরা গ্রহণ করেছেন।

এটি করোনা মহামারি মোকাবিলায় যৌথ প্রচেষ্টার নিদর্শন বলে বার্তায় উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী গণমাধ্যমকে জানিয়েছিলেন, বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়। এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
‌‘ইন্ডিয়া আউট যারা বলছে, তারাই জনগণ থেকে আউট হয়ে গেছে’
‘ফিল্মফেয়ার বাংলা’য় মনোনয়ন পেলেন বাংলাদেশের যেসব তারকা
X
Fresh