• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৩ কোটি ৪৭ লাখ টিকা দেয়া সম্পন্ন

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪
টিকা

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা দেয়া হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। এই মুহূর্তে ৯৫ লাখ ৩৭ হাজার ৩১৯ ডোজ টিকা মজুত আছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জন এবং দ্বিতীয় ডোজ ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জনকে দেয়া হয়েছে। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৪৯ হাজার ২৩২ জনকে এবং দ্বিতীয় ডোজ ২ হাজার ২১৯ জনকে দেয়া হয়েছে। তবে আজ ফাইজারের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ কাউকে দেয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫ হাজার ৭৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৭০৫ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেয়া কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৮ হাজার ৪৭৭ জনকে।

এখন পর্যন্ত ৪ কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩০ টাকার টোল আদায়
X
Fresh