• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় সিলেটে মৃতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২১, ১৫:০৭
করোনায় সিলেটে মৃতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় প্রাণ গেল আরো ৮ জনের। এতে পুরো বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৬ জনে। এদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৪৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৯৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ জনের । শনাক্তের হার ৪১ দশমিক শূন্য ৭ শতাংশ। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২০০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৪২ জন ও মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সুনামগঞ্জে শনাক্তের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ এবং মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া হবিগঞ্জে শনাক্তের হার ৬৫ দশমিক ৬৩ শতাংশ ও সিলেট জেলায় ৩৮ দশমিক ৬১ শতাংশ।

এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৪ হাজার ৮৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৭১২ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন।

এমএন

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
সিলেট টেস্টে সাফল্যের রহস্য উন্মোচন করলেন ডি সিলভা
সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন মিরাজ
X
Fresh