• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার ফরম পরিবর্তন

আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ১৯:০২
Corona Vaccine form change for expatriate students
ফাইল ছবি

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ফরমে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ১৩ জুলাই জারিকৃত পরিপত্রে বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের করোনা টিকার আবেদন সংগ্রহের জন্য যে গুগল ফরমটি বিতরণ করা হয়েছিল। কিছু অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ত্রুটির জন্য সেই লিঙ্কটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লিখিত পরিপত্রের বাকি সব শর্ত ও অনুচ্ছেদ অপরিবর্তিত থাকবে।

যেসব আবেদনকারী ২১ ও ২২ জুলাই উক্ত ফরমটিতে আবেদন করতে গিয়ে ব্যর্থ হয়ে vaccine.coronacell@mofa.gov.bd এ ই-মেইলে যোগাযোগ করেছেন তাদের এ পরিবর্তিত গুগল ফরমটিতে পুনরায় আবেদন করার জন্য অনুরোধ করা হল। পরবর্তী আবেদনকারীদের জন্য নির্দেশনা নতুন গুগল ফরমটি ছাড়া উক্ত পরিপত্র অনুযায়ী অভিন্ন থাকবে।

নতুন ফরম: https://forms.gle/KPa33LddmSKFPezd7

কেএফ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
X
Fresh