• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদেশগামী শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ১১:১৮
Vaccine registration activities for expatriate students started
ফাইল ছবি

বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৭ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদন করার কথা জানিয়ে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের ‘করোনা সেল’।

পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট বা ছাত্রত্ব প্রমাণের সনদ বা স্টুডেন্ট আইডি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে জিআইপি বা পিডিএফ ফাইল পাঠাতে হবে।

নিবন্ধনের ইমেইল ঠিকানা- vaccine.coronacell@mofa.gov.bd

ইমেইলের বিষয় হিসেবে “Application for COVID-19 vaccination for students studying abroad (Passport No.)” উল্লেখ করতে হবে।

পাশাপাশি আবেদনকারীকে https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9 লিংকের গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবেদন পরবর্তী তিন কার্যদিবস পর সুরক্ষা ওয়েবসাইট থেকে চূড়ান্তভাবে টিকার জন্য নিবন্ধন করতে হবে।

এছাড়া প্রাসঙ্গিক যে কোনো তথ্যের জন্য একই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত
যে কারণে ১০ রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে আনছে সরকার
১০ রাষ্ট্রদূতকে ঢাকায় ডাকছে সরকার
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ অনিয়মিত বাংলাদেশি
X
Fresh