• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় ক'রোনায় রেকর্ড সং'ক্রমণের দিনে সর্বোচ্চ মৃ'ত্যু

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ২০ মে ২০২১, ১৮:৩৩
মালয়েশিয়ায় করোনায় রেকর্ড সংক্রমণের দিনে সর্বোচ্চ মৃত্যু
ফাইল ছবি

তৃতীয় দফা করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। টানা লকডাউনের মধ্যেও প্রতিদিনই রেকর্ড গড়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার (২০ মে) দেশটিতে ৬ হাজার ৮০৬ জন সংক্রমিত হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আবার অতীতের সব রেকর্ড ভেঙ্গে এদিন সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৯ মে) দেশটিতে ৬ হাজার ৭৫ জন সংক্রমিত হয় যা বুধবার পর্যন্ত ছিল সর্বোচ্চ। তবে গত ২৪ ঘণ্টায় অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে একদিনে সর্বোচ্চ ৪৭ জনের প্রানহানী ঘটেছিল।

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও গত বছরের মার্চের আদলে কঠোর লকডাউনের কথা ভাবছে সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে এ নিয়ে প্রস্তাবনাও আনা হয়েছে। তবে সার্বিক দিক বিবেচনা করে শুক্রবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পুরো দেশে না হলেও অধিক সংক্রমিত অঞ্চলগুলোয় কঠোর লকডাউন দেয়ার সিদ্ধান্ত নিতে পারে সরকার। আর সে ধরনের সিদ্ধান্ত আসলে কঠোর লকডাউনের আওতায় আসতে পারে সেলাঙ্গড়, কুয়ালালামপুর, জোহরসহ বেশ কয়েকটি রাজ্য।

এদিকে ধারাবাহিক সংক্রমণ বৃদ্ধিতে কঠোর লকডাউন দিলে আবারও সঙ্কটে পড়তে পারে প্রবাসী বাংলাদেশীরা, কাজ হারাতে পারেন অনেকে।

এসআর/

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
করোনায় আরও একজনের মৃত্যু
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় সিক্ত জামালরা
জলদস্যুদের হাতে জিম্মি ‘এমভি আবদুল্লাহ’র অবস্থান শনাক্ত
X
Fresh