• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফাইজারের টিকা আগের চেয়ে বেশি দিন ফ্রিজে রাখা যাবে

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২১, ১৮:৫৫
ফাইল ছবি

ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার টিকা এখন আগের চেয়ে বেশি দিন ফ্রিজে রাখা যাবে।ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, টিকা ফ্রিজে রাখার আগে সময় ছিল পাঁচ দিন। এখন তা বেড়ে হলো এক মাস। টিকা সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির ফলে ইউরোপজুড়ে টিকা কর্মসূচিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। অতি শীতল তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় বহনে বড় ধরনের অসুবিধা ছিল। এ কারণে অনেক দেশেই ফাইজারের টিকা ব্যবহার কঠিন হয়ে পড়েছিল। তবে এখন তা অনেকটাই দূর হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ফাইজারের টিকা হিমাঙ্কের ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ ও পরিবহন করা যাবে বলে অনুমোদন দিয়েছিল। যদিও আগে জানানো হয়েছিল, ফাইজারের টিকা হিমাঙ্কের ৮০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে।

এমকে

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলজুড়েই দাবদাহ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে
X
Fresh