• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘দেশে টিকা তৈরির অনুমতি কোনো প্রতিষ্ঠানকে দেয়া হয়নি’

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ২১:৩১
করোনা টিকা

করোনাভাইরাস সংক্রমণের শুরু পর থেকে দেশে টিকা উৎপাদন কিংবা টিকা আমদানি নিয়ে সমন্বয়হীনতা দেখা গেছে। এবার সমন্বয়হীনতা দূর করে সামনের দিকে এগিয়ে যেতে চায় স্বাস্থ্য বিভাগ। দেশে টিকা উৎপাদনে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের অনুমোদন দেয়নি ঔষুধ প্রশাসন।

রোববার (১৬ মে) ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার খবরে বলা হয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসকে চীনা সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। প্রকৃতপক্ষে টিকা উৎপাদনের অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি না করার অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, আজ বেশ কিছু গণমাধ্যমে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের বরাতে বলা হয়, দেশে চীনের সিনোফার্ম টিকা উৎপাদনের জন্য দেশীয় একটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। বিভ্রান্তি দূর করতে ঔষুধ প্রশাসন থেকে আজকে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh