• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আবারও ইইউর মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ২১:৩৩
অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আবারও ইইউর মামলা
অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আবারও ইইউর মামলা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। মহামারি করোনাভাইরাসের টিকা সরবরাহ যথাসময়ে না করার জন্য ফার্মাসিউটিক্যাল সংস্থাটির বিরুদ্ধে এটি দ্বিতীয় মামলা।

মঙ্গলবার (১১ মে) জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

এদিকে সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার বেলজিয়ামের আদালতে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

ইইউর মুখপাত্র স্টিফান ডি কিয়ারসমেকার গণমাধ্যমে বলেছেন, আমরা চাই প্রথম দফায় ৩০ মিলিয়ন ডোজ সরবরাহ ছাড়াও ৯০ মিলিয়ন ডোজ বিতরণ করার জন্য নির্দেশ দিক আদালত।

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে ওষুধ প্রস্তুতকারী অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ইইউ মামলা করে। মামলায় অভিযোগ তোলা হয়, করোনাভাইরাসের টিকা সরবরাহে বিলম্ব করছে অ্যাস্ট্রাজেনেকা।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
X
Fresh