• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার টিকার নিবন্ধন বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১৮:১০
এবার টিকার নিবন্ধন বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস প্রতিরোধী টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট হঠাৎ বাংলাদেশে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় চাপের মধ্যে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন টিকা সংকটের কারণে প্রথম ধাপের ডোজ বন্ধ করার পর এবার টিকার নিবন্ধন কার্যক্রমও বন্ধ ঘোষণা করলো স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন টিকার নিবন্ধন স্থগিত করা হয়েছে। কারণ টিকার চালান হাতে পৌঁছেনি। আপাতত যারা নিবন্ধন করেছেন তাদেরই টিকা দেওয়া শেষ করতে চাই আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন মানুষ টিকা নিয়েছেন। প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন। দুই ডোজ মিলে মোট টিকা নিয়েছেন ৮৯ লাখ ২৬ হাজার ৪৬৬ জন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh