• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনায় চব্বিশ ঘণ্টায় মৃত্যু কমলো

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১৫:৫৪
করোনায় চব্বিশ ঘণ্টায় মৃত্যু কমলো
করোনায় চব্বিশ ঘণ্টায় মৃত্যু কমলো

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭৫৫ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪২ জন। মোট শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে। এর আগে মঙ্গলবার (৪ মে) দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছিলো ৬১ জনের।

আজ বুধবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৪২৭টি ল্যাবরেটরিতে ২০ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে শূন্য থেকে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন।

বিভাগীয়ভাবে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৩ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
রাজধানীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
X
Fresh