• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যুর সংখ্যা কমলো

আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২১, ১৬:১৬
করোনায় মৃত্যুর সংখ্যা কমলো

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে। এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬শ’২৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮শ’ ৬৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৭শ’ ৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৯৮ জন।

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় ২০১৯ সালের শেষের দিকে। এরপর ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যায়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সময়ে সরকারি ও বেসরকারি ৩৪৯টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় তিন হাজার ৬২৯জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৭০৩জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ২২৫জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। এ নিয়ে সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।

মৃত ৮৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৬০ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারী অনুযায়ী, মৃত ৮৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৩, চট্টগ্রাম ১৮, রাজশাহীতে তিন, খুলনায় তিন, সিলেটে তিন, রংপুরে তিন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জনের মৃত্যু হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh