• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টিকা উৎপাদনে চুক্তি সই

আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১৯:১২
টিকা উৎপাদনে চুক্তি সই

করোনাভাইরাস সংক্রমণ রোধে চীনা কোম্পানি গত বছরের আগস্টে বাংলাদেশে সাতটি হাসপাতালে ভ্যাকসিন ট্রায়ালের কথা থাকলেও সেটি আলোর মুখ দেখিনি। এবার টিকা পেতে চীনের সঙ্গে এক মঞ্চে বাংলাদেশ। একই সঙ্গে টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি সই করেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজ বাসভবনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সমঝোতা চুক্তি সই করেছে। এছাড়া চীন বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার দেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে টিকা উৎপাদনে সই হয়েছে। সে অনুযায়ী আমরা বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবো। তবে যে কোম্পানি টিকা উৎপাদন করবে, তাকে ফর্মূলা গোপন রাখতে হবে।

তিনি বলেন, টিকা নিয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার দেবে। বাংলাদেশে চীনা শিক্ষার্থী ও চীনের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা অনেকেই চীনা টিকা নিতে আগ্রহী। এর আগে রূপপুর পাওয়ার প্লান্টে কর্মরত রাশিয়ানরা রাশিয়ার টিকা নিয়েছেন বলেও জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, ভারত বলেনি যে টিকা তারা দেবে না। আমরা অপেক্ষায় আছি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
X
Fresh