• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় ষাটোর্ধ্বদের মৃত্যুর সংখ্যা বেশি

আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৭:৫৮
করোনায় ষাটোর্ধ্বদের মৃত্যুর সংখ্যা বেশি

করোনার ভয়াল থাবা মানুষের জীবন দিনে দিনে ওলোটপালোট করে ফেলছে। কোনো শক্তি করোনাভাইরাসের এই ভয়াল থাবাকে থামাতে পারছে না। একের পর এক করোনার মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে। আর এই মৃত্যুর পরিসংখ্যানে তরুণদের তুলনায় বয়স্করা এগিয়ে আছেন। এখন পর্যন্ত সারা দেশে ১০ হাজার ২৮৩ জন মানুষ করোনায় মারা গেছেন। এরমধ্যে ৫ হাজার ৭৯৬ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়াও ২ হাজার ৫৩২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১ হাজার ১৪১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৫০৮ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৯৫ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৭১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৪০ জনের বয়স ছিল ১০ বছরের কম।

এর মধ্যে ৫ হাজার ৯৮০ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৮৫১ জন চট্টগ্রাম বিভাগের, ৫৪৬ জন রাজশাহী বিভাগের, ৬৩৬ জন খুলনা বিভাগের, ৩০৬ জন বরিশাল বিভাগের, ৩৪৯ জন সিলেট বিভাগের, ৩৯৭ জন রংপুর বিভাগের এবং ২১৮ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১০ হাজার ২৮৩ জনের মধ্যে সাত হাজার ৬৩৫ জনই পুরুষ এবং দুই হাজার ৬৪৮ জন নারী। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh