• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় ঢাকা বিভাগে ৫৯১৩, সাত বিভাগে ৪২৬৯ জনের মৃত্যু 

আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ২২:৩৭
করোনায় ঢাকা বিভাগে ৫৯১৩, সাত বিভাগে ৪২৬৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ঢাকা বিভাগে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। সারা দেশে মোট ১০ হাজার ১৮২ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে ঢাকা বিভাগের ৫ হাজার ৯১৩ জনের মৃত্যু হয়েছে। আর বাকি সাত বিভাগে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ২৬৯ জনের।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় মোট মৃত রোগীর ৭৬ শতাংশের বেশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। ঢাকা বিভাগে সর্বমোট পাঁচ হাজার ৯১৩ জন (৫৮ দশমিক ০৭ শতাংশ) ও চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮২৮ জনের (১৭ দশমিক শূণ্য ৯৫ শতাংশ) মৃত্যু হয়। অন্য ছয়টি বিভাগের মধ্যে রাজশাহীতে ৫৪৪ জন (পাঁচ দশমিক ৩৪ শতাংশ), খুলনায় ৬৩৩ জন (ছয় দশমিক শূন্য ২২ শতাংশ), বরিশালে ৩০৫ জন (তিন শতাংশ), সিলেটে ৩৪৭ জন (তিন দশমিক শূন্য ৪১ শতাংশ), রংপুরে ৩৯৭ জন (তিন দশমিক ৯০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ২১৫ জনের (দুই দশমিক ১১ শতাংশ) মৃত্যু হয়।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh