• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ১৬:৪৪
করোনায় মৃত্যু বেড়েছে

করোনাভাইরাস সংক্রমণের থাবা দিন দিন বেড়েই চলেছে। গত কয়েক দিন ধরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শতকের ঘর ছুঁই ছুঁই। কিন্তু আজ শুক্রবার (১৬ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে করোনা শনাক্তের হারও বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ।

গত চব্বিশ ঘণ্টায় করোনায় মানুষের মৃত্যু হয়েছে ১০১ জনের আর শনাক্ত হয়েছে মোট ৪,৪১৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ১৮২ জনের। যা গতকাল বৃহস্পতিবারের তুলনায় ৭ জনের মৃত্যু বেশি হয়েছে ।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যু বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪ হাজার ৪১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
X
Fresh